Tuesday, June 2, 2020

৩ রুটে বিমানের মঙ্গলবারের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল

ফাতেহ ডেস্ক:

যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ৩ রুটের আজকের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। মঙ্গলবার বেসমারিক বিমান চলাচল( বেবিচক) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

প্রায় দুই মাস বন্ধ থাকার পর আজ থেকে শর্তসাপেক্ষে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট। তবে এয়ারলাইনসগুলোকেবেশ কিছু নির্দেশনা মেনে চলতে হচ্ছে। ক্রুদের জন্য মাস্ক, গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

যাত্রীদের আসন বিন্যাসেও আনা হয়েছে পরিবর্তন। এক যাত্রী বসার পর পাশের একটি আসন শূন্য রেখে বসানো হচ্ছে আরেকজনকে। এতে একটি ফ্লাইটে খালি রাখতে হচ্ছে অন্তত ২৫ শতাংশ আসন।

কর্তৃপক্ষ জানিয়েছে, সব বিমানবন্দর প্রস্তুত না হওয়ায় আপাতত রাজধানী থেকে তিনটি অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর বিমানবন্দরে প্রতিদিন ২৪টি ফ্লাইট ছেড়ে যাবে ও ফিরে আসবে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আরো কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট শুরুর অনুমতি দেয়া হবে বলে জানিয়েছে বেবিচক।

২৪টি ফ্লাইটের মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে ১১টি ফ্লাইট, ঢাকা-সৈয়দপুর রুটে ৯টি এবং ঢাকা-সিলেট রুটে ৪টি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। আর ১৭ টি দেশে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর বিষয়ে ১৫ জুনের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দেশে করোনা সংক্রমণ শুরু হলে ২৫ মার্চ থেকে ১৭ দেশ ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী উড়োজাহাজ চলাচল বন্ধ করে সরকার।

-এ

The post ৩ রুটে বিমানের মঙ্গলবারের সব অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dpJ54l

No comments:

Post a Comment