ফাতেহ ডেস্ক:
রাজধানীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সিএমএইচে মারা যান তিনি। এ নিয়ে করোনায় সারাদেশে ৩৮ চিকিৎসক মারা গেলেন।
সকালে ঢাকা সিএমএইচে আনুষ্ঠানিকতা শেষে অধ্যাপক ডা. মুজিবুর রহমানের মরদেহ নেয়া হচ্ছে গ্রামের বাড়ি সাতক্ষীরায়। সেখানেই তার দাফন হবে বলে জানিয়েছে পরিবার।
প্রায় ৩ সপ্তাহ আগে নমুনা পরীক্ষায় ডা. মুজিবুর রহমানের শরীরে করোনা শনাক্ত হয়। তিনি ঢাকার কেয়ার মেডিকেল কলেজে মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাভার এনাম মেডিকেল ও নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন।
-এ
The post করোনায় আরো এক চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3e9MVPq
No comments:
Post a Comment