ফাতেহ ডেস্ক:
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
সোমবার রাতে এ বিষয়ে সিএমপির উপ-কমিশনার (বিশেষ শাখা) আবদুল ওয়ারিশ বলেন, কমিশনার মহোদয়ের করোনা শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে আমরা মৌখিকভাবে নিশ্চিত হয়েছি। টেস্ট রিপোর্ট এখনো হাতে আসেনি। তবে গত কয়েকদিন ধরে উনার জ্বর ছিল। এরপর থেকে তিনি বাসায় আইসোলেশনে আছেন। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।
তিনি আরও বলেন, উনার পরিবারের অন্য কোনো সদস্যের করোনাভাইরাস শনাক্ত হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘উনার পরীক্ষার পর হয়ত অনুরোধ করে ফলাফল জেনে নিয়েছেন। তবে উনার রিপোর্ট এখনো আমাদের কাছে পৌঁছেনি।’
এদিকে, সোমবার রাতে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক দেশ রূপান্তরকে বলেন, ‘মৌখিকভাবে জানলাম কমিশনার স্যার পজিটিভ। তবে কোনো লিখিত ডকুমেন্ট পাইনি এখনো।’
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চট্টগ্রামে নগরীর বিভিন্ন সড়কে জীবাণুনাশক পানি ছিটানো, উপাজর্নহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, হাসপাতালে যাওয়ার জন্য চিকিৎসকদের পরিবহন সুবিধা, হোম কোয়ারেন্টাইনে থাকা বিদেশফেরতদের বাসায় ফল পৌঁছে দেয়াসহ বিভিন্ন মানবিক কাজে চট্টগ্রাম নগর পুলিশের নেতৃত্ব দেয়া পুলিশ কমিশনার মাহাবুবর রহমান সারাদেশে প্রশংসিত হয়েছেন।
শুধু তাই নয়, নিজে মাঠে থেকে ত্রাণ দেয়া, ভিড় এড়াতে বাজার স্থানান্তর এবং নগরীর ১৬টি থানার অসহায় গরীব এবং করোনা পরিস্থিতির শিকার মানুষদের বাসায় বাসায় থানার পুলিশ সদস্যদের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন এই মানবিক পুলিশ কর্মকর্তা।
-এ
The post সিএমপি কমিশনার করোনায় আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2XLu3AQ
No comments:
Post a Comment