Monday, June 8, 2020

আল্লামা আহমদ শফির অবস্থা আগের চেয়ে ‘ভালো’

ফাতেহ ডেস্ক:

হেফাজত ইসলামের আমির ও হাটহাজারী আল-জামেয়াতুল দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি কথা বলতে পারছেন। এর আগে রবিবার রাতে ফের অসুস্থ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

সোমবার সন্ধ্যায় হেফাজতে ইসলামের নেতা ও আল্লামা শফির ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, শারীরিক অবস্থার অবনতির হলে শুক্রবার রাতে আব্বুকে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার থেকে তিনি অসুস্থবোধ করছিলেন। হাটহাজারী মাদ্রাসায় তার কক্ষে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে আব্বুকে অক্সিজেন দেওয়া হয়েছিল। এখন আব্বুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন আগের চেয়ে ভালো আছেন। কথা বলতে পারছেন।

এ প্রসঙ্গে চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এসএম হুমায়ুন কবির বলেন, এখন শারীরিক অবস্থা ভালোর দিকে। তার চিকিৎসার জন্য ৯ সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। তারা দেখভাল করছেন। করোনা পরীক্ষার রিপোর্টও নেগেটিভ এসেছে।

এর আগে গত ১১ এপ্রিল বার্ধক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে হেফাজতের আমির আল্লামা আহমদ শফিকে ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ২৬ এপ্রিল তিনি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় ফেরেন। ওই সময় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করা হয়।

এ সময় রিপোর্টে করোনা নেগেটিভ এসেছিল। ১০৪ বছর বয়সী আল্লামা শফি ডায়াবেটিস, হার্টের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনিসহ নানা জটিলতায় ভুগছেন।

-এ

The post আল্লামা আহমদ শফির অবস্থা আগের চেয়ে ‘ভালো’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2AUwGr2

No comments:

Post a Comment