Tuesday, June 9, 2020

করোনায় হজ ‘সীমিত’ করার কথা ভাবছে সৌদি

ফাতেহ ডেস্ক:

সৌদি আববে করোনা পরিস্থিতি আরও খারাপ হওয়ায় এ বছরের হজকে সীমিত করার ভাবছে কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে হজ পালনকারীদের সংখ্যা একেবারেই কমিয়ে আনা হবে।

গালফ নিউজ জানায়, সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় এবারের হজ নিয়ে চিন্তিত দেশটি। হজ থেকে করোনা সংক্রমণ আরও বেড়ে যাবে এই আশঙ্কা করা হচ্ছে।

ফলে এবারের হজ একেবারেই সীমিত করে ফেলা হবে বলে সোমবার এক নির্ভরযোগ্য সূত্র জানায়।

এদিকে করোনা উপসর্গ দেখা দেয়ায় দুই মাসেরও বেশি সময় ধরে ওমরাহ পালন বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এ ছাড়া মার্চেই বিশ্ব মুসলিমকে জানিয়ে দেয় হজের প্রস্তুতি পরিকল্পনা আপাতত স্থগিত করতে। পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষার আহ্বান জানায় তারা।

কঠোর ব্যবস্থায় হজ পালনের মধ্যে প্রতিটি দেশের নিয়মিত হজযাত্রীদের মধ্যে ২০ শতাংশকে অনুমতি দেয়া হতে পারে বলে এক সূত্র রয়টার্সকে জানিয়েছে।

কিছু কর্মকর্তা হজ বাতিলের জন্য শীর্ষ সৌদি মহলকে চাপ দিচ্ছে বলে অন্তত তিনটি সূত্র জানিয়েছে।

তবে এই ব্যাপারে সৌদির হজ এবং ওমরাহ মন্ত্রণালয় কোনো ধরনের মন্তব্য করতে রাজি হয়নি।

শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবানদের জীবনে একবার হজ করা ফরজ। এটি মুসলমানদের অন্যতম প্রধান দায়িত্বের মধ্যে পড়ে। সপ্তাহ ধরে হজ পালনে মক্কায় কাবা শরিফ এবং মদিনায় ইসলামের নবী মুহাম্মদ (সা.) এর রওজা ভ্রমণ করে মুসলিমরা।

হজ মওসুমের বাইরে একইভাবে ওমরাহ পালন করা যায়। সৌদি সরকারি তথ্য অনুসারে, বছরে ২৫ লাখের মতো লোক হজ করতে সৌদি আরবে যায়। প্রতি বছর হজ ও ওমরাহ থেকে দেশটি ১২ বিলিয়ন ডলার আয় করে।

এদিকে দেশটি করোনায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫ হাজারের কিছু বেশি। এর মধ্যে মারা গেছেন ৭৪৬ জন।

-এ

The post করোনায় হজ ‘সীমিত’ করার কথা ভাবছে সৌদি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3dMZS1C

No comments:

Post a Comment