Tuesday, June 9, 2020

গার্মেন্টসে ছাঁটাই শুরু, উত্তরায় বিক্ষোভ

ফাতেহ ডেস্ক:

পোশাক কারখানায় শিগগিরই ছাঁটাই শুরু হবে, দিন কয়েক আগে এ কথা বলে সমালোচিত হয়েছিলেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমই-এর সভাপতি ড. রুবানা হক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এই দুর্দিনে শ্রমিক ছাঁটাই করতে নিষেধ করেছেন। কিন্তু সেসব তোয়াক্কা না করে শ্রমিক ছাঁটাই শুরু হয়ে গেছে। আজ মঙ্গলবার দুপুরে ১২০০ শ্রমিকের মধ্যে ৩০০ জনকে চাকরিচ্যুত করেছে রাজধানীর উত্তরায় অবস্থিত ভার্সেটাল গার্মেন্টস।

এই ঘটনার পর বিক্ষোভ শুরু করে চাকরিচ্যুত শ্রমিকরা। রাস্তা অবরোধ করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের দাবির ব্যাপারে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

চাকরিচ্যুত একজন শ্রমিক জানান, আগে থেকে কোনো আলোচনা ছাড়াই আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। সকালে কাজ করতে এসে শুনি আমার চাকরি নেই। এটা আমরা মেনে নেব না। তাছাড়া, চাকরিচ্যুত করা হয়েছে ঠিকই কিন্তু আমাদের বকেয়া পরিশোধ করা হয়নি। আমাদের দাবি হল, চাকরি ফিরিয়ে দিতে হবে এবং বকেয়াও পরিশোধ করতে হবে।

গত ৪ জুন বিজিএমই-এর সভাপতি রুবানা হক বলেন, মহামারি করোনাভাইরাসের কারণে পোশাক কারখানার অবস্থা ভালো না। রপ্তানির অর্ডার কমতে কমতে নেমে এসেছে অর্ধেকের কাছাকাছি। এমন পরিস্থিতিতে শ্রমিক ছাঁটাই করা ছাড়া মালিকদের সামনে অন্য কোনো পথ খোলা নেই। তাই চলতি মাসেই শুরু হবে এই ছাঁটাই প্রক্রিয়া। যাদের চাকরি যাবে তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

-এ

The post গার্মেন্টসে ছাঁটাই শুরু, উত্তরায় বিক্ষোভ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3f0wbKs

No comments:

Post a Comment