ফাতেহ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরণ তো আসবেই, ভয় পেয়ে লাভ কী। অনেকেই করোনার ভয়ে আত্মীয়-স্বজনকে পর্যন্ত অবহেলা করছেন, যা অমানবিক ও দুঃখজনক। করোনারোগীদের জন্য চিকিৎসক, স্বাস্থ্যকমী, আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকরা আন্তরিকভাবে কাছ করছেন বলেও উল্লেখ করেন তিনি।
আজ বুধবার একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশন তথা বাজেট অধিবেশনে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মরণ তো আসবেই, করোনায় মরতে পারি, গুলি খেয়ে মরতে পারি, অসুস্থ হয়ে মরতে পারি, আবার এখানে কথা বলতে বলতে মরতে পারি। আমার পরিবারকে শেষ করে দেওয়া হয়েছে। এমনকি ছোট্ট ভাইটাকে পর্যন্ত রেহাই দেওয়া হয়নি। তাই মৃত্যুকে ভয় পাই না।
এর আগে বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। বৈঠকের শুরুতেই সভাপতিমণ্ডলীর মনোনয়ন দেয়া হয়।
মনোনীত সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- মুহম্মদ ফারুক খান, ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, কাজী ফিরোজ রশীদ ও মেহের আফরোজ চুমকি।
প্রসঙ্গত, চলমান এই অধিবেশনেই আগামীকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। এটি হবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের দ্বিতীয় বাজেট উপস্থাপন। আগামী ৩০ জুন বাজেট পাস হবে।
-এ
The post মরণ আসবেই, ভয় পাই না: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2MO0Xu1
No comments:
Post a Comment