ফাতেহ ডেস্ক:
পাকিস্তানে আবারও লকডাউনের পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার।
বাংলাদেশ, ভারত, পাকিস্তানে করোনার সংক্রমণ বাড়ছে। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায়, দেশটিকে নতুন করে লকডাউনের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতে শনাক্তের সংখ্যা তিন লাখ ৭৬ হাজারের বেশি। আর দক্ষিণ আমেরিকায় করোনার সংক্রমণ কমতে আরো সময় লাগবে। এছাড়াও উপসর্গহীন রোগীদের নিয়ে আগের অবস্থান থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতের মহারাষ্ট্র ও দিল্লির সংক্রমণ ক্রমশই হচ্ছে বাড়ছে। টানা ৯ দিনের মতো দেশটিতে দৈনিক শনাক্তের সংখ্যা ৯ হাজারের ওপর। মোট শনাক্ত পৌনে তিন লাখ। করোনা শনাক্ত রোগীর সংখ্যায় চীনের উহান শহরকে ছাড়িয়ে গেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই। শহরটিতে শনাক্ত ৫১ হাজার ছাড়িয়েছে, যা উহানের চেয়ে ৭শ’র বেশি। তবে আশার কথা, ভারতে শনাক্তের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যাও অনেক বেশি।
মে মাসের শেষের দিকে লকডাউন শিথিল করার পর, পাকিস্তানে লাফিয়ে বাড়ছে কোভিড-নাইন্টিনে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার দেশটিতে সর্বোচ্চ প্রায় সাড়ে পাঁচ হাজার শনাক্ত হয়। মোট শনাক্ত এক লাখ ১৩ হাজারের বেশি। এমন অবস্থায় দেশটিতে আবার লকডাউনের মতো পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
দক্ষিণ আমেরিকায় করোনার সংক্রমণ কমতে অনেক সময় লাগবে বলে জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান আমেরিকান হেলথ অরগানাইজেশন-পাহো।
তিন মাস বন্ধ থাকার পর, প্যারিসের আইফেল টাওয়ার ২৫শে জুন থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হবে। প্রতিবেশী স্পেনে স্বস্তি ফিরে এলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে পর্তুগালে। এ পরিস্থিতে মঙ্গলবার চলমান সতর্কতার মেয়াদ জুনের শেষ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। আর নাগরিকদের জন্য অপ্রয়োজনীয় ভ্রমণ ৩১শে আগস্ট পর্য়ন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে জার্মানি।
উপসর্গহীন রোগীদের মাধ্যমে সংক্রমণের ঘটনা বিরল বলে দাবি করার একদিন পরই, এ বক্তব্য থেকে সরে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জিং ডিজিজ বিভাগের প্রধান মারিয়া ভ্যান কেরকোভ জানান, কোনো লক্ষণ নেই—এমন রোগী থেকে করোনাভাইরাস সংক্রমণ কতটা ছড়ায়, তা এখনো একটি ‘বড় অজানা’ হয়ে রয়েছে।
-এ
The post দক্ষিণ এশিয়ায় বাড়ছে করোনার সংক্রমণ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3ha0ujQ
No comments:
Post a Comment