ফাতেহ ডেস্ক
দেশে একদিনে মৃত্যু ও আক্রান্ত- দুই সংখ্যাতেই রেকর্ড ছাড়ালো। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৬, আর এক হাজার ৯০৫টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২০৯ জন। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২ জন।
পরীক্ষা বাড়ার সঙ্গে দেশে বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৮০৪ জনের নমুনা সংগ্রহ করা হলেও আগের দিনের কিছু নমুনাসহ পরীক্ষা হয় ১ হাজার ৯০৫ জনের। এতে নতুন রোগী শনাক্ত হয় ২০৯ জন।
রোববার ১৩৯, সোমবার ১৮২ ও মঙ্গলবারের ২০৯-সহ তিন দিনেই করোনা শনাক্ত হয়েছে ৫৩০ জনের। প্রতি আট মিনিটে একজনের করোনা শনাক্ত হচ্ছে দেশে।
বর্তমানে দেশে ১৭টি প্রতিষ্ঠানে করোনা পরীক্ষা হচ্ছে। মঙ্গলবার অনলাইন সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, শিগগির আরও ১১টি প্রতিষ্ঠানে শুরু হচ্ছে নমুনা পরীক্ষা। রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল, সোহরাওয়ার্দী, মুগদা, কুর্মিটোলা ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভারে চালু হচ্ছে ল্যাব। আর ঢাকার বাইরে নতুন ল্যাব বসছে চট্টগ্রাম মেডিকেল কলেজসহ কুমিল্লা, ফরিদপুর, কুষ্টিয়া, দিনাজপুর ও বগুড়ায়। এছাড়া আগামী সপ্তাহে সারা দেশে ৩২০টি জায়গায় শুরু হচ্ছে নমুনা সংগ্রহের কাজ।
-এ
The post আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো, আরো ৭ জনের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3b6YrtC
No comments:
Post a Comment