Tuesday, April 14, 2020

করোনায় আক্রান্তদের অবমাননা করা হারাম: আল-আজহার

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ে আল-আজহার ইন্সটিটিউট নতুন ফতোয়া জারি করেছে। এই ফতোয়া অনুযায়ী, করোনায় আক্রান্তদের হয়রানি ও অবমাননা করা হারাম ঘোষণা করা হয়েছে।

মিশরের আল-আজহার ইন্সটিটিউট ১১ই এপ্রিল এক ফতোয়া জারির মাধ্যমে ঘোষণা করেছে জীবদ্দশায় এবং মৃত্যুর পরে একে অপরকে সম্মান করা বাধ্যতামূলক। আর এই অনুযায়ী করোনাভাইরাস সংক্রামিত ব্যক্তিদের হয়রানি, বা তাদের অসম্মান করা, বা ভাইরাসের ফলে যারা মারা গেছে তাদের অপমান করা হারাম।

এছাড়াও আল-আজহার ভাইরাসে সংক্রামিতদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ নিষিদ্ধ করেছেন।

মিশরের একটি গ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত এক ডাক্তারকে দাফনের বাধা প্রয়োগ করার পর আল-আজহার এই ফতোয়া প্রদান করেছে। এই ফতোয়া মিশরের মুফতিও সমর্থিত করেছেন। এই গ্রামের বাসিন্দারা ধারণা করেছে যে, তাকে এই গ্রামে দাফন করা হলে এই গ্রামে দ্রুত এই ভাইরাসের প্রভাব ছড়িয়ে যাবে।

-এ

The post করোনায় আক্রান্তদের অবমাননা করা হারাম: আল-আজহার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2yZZGwv

No comments:

Post a Comment