ফাতেহ ডেস্ক
নভেল করোনা ভাইরাসের(কভিড-১৯) প্রাদুর্ভাব মোকাবিলায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত দেশের আটটি ইপিজেড (রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা) বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজা।
রোববার গণমাধ্যমে দেয়া এক বার্তায় বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর এ তথ্য জানান।
তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ও বিস্তার প্রতিরোধ করতে আগামী ৬ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত দেশের সব ইপিজেড এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসময় ইপিজেডের সকল কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকবে। এর ফলে দেশের আটটি ইপিজেডের মধ্যে অবস্থিত তৈরি পোশাকসহ মোট ৪৭৪টি কারখানা বন্ধ থাকবে।
চট্টগ্রাম, ঢাকা, ঈশ্বরদী, উত্তরা, মোংলা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী-এই আটটি ইপিজেডে ৪৭৪টি শিল্পকারখানায় ৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন।
-এ
The post সব ইপিজেড ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/34aRMvK
No comments:
Post a Comment