Tuesday, April 7, 2020

নারায়ণগঞ্জ অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’

ফাতেহ ডেস্ক

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এবং স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানের দাবির পর অবশেষে নারায়ণগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৮ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাকে সম্পূর্ণরূপে অবরুদ্ধ ঘোষণা করা হলো।

তবে জরুরি পরিষেবা যেমন চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ এর আওতা বহির্ভূত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সম্মিলিতভাবে এ দায়িত্ব পালন করবে।

এর আগে মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানানো হয় নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এর মধ্যে ৫ জন মৃত্যুবরণ করেছেন এবং সন্দেহভাজন ১৬জনকে আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন আরও ৩ জন।

-এ

The post নারায়ণগঞ্জ অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2JMvsPB

No comments:

Post a Comment