ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসের মহামারি ঠেকাতে বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক।
এই অর্থ করোনাভাইরাস প্রতিরোধ, রোগ নির্ণয়, চিকিসায় ব্যবহার করা হবে। এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বিশ্ব সংস্থাটি।
সংস্থাটি জানায়, করোনাভাইরাস শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থায় কাজ করছে এমন হাসপাতাল ও ল্যাবরেটরির সক্ষমতা বাড়াতে এই অর্থ দেয়া হবে। এছাড়া, হাসপাতালগুলোর স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পিপিই, ভেন্টিলেটর, টেস্ট কিট এবং অন্যান্য চিকিৎসা সামগ্রীও কেনা যাবে। ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণেও এই অর্থ খরচ করা যাবে।
উন্নয়নশীল দেশগুলোতে করোনাভাইরাস প্রতিরোধে ১৪শ’ কোটি মার্কিন ডলার ঋণ কর্মসূচির আওতায় বিশ্বব্যাংক বাংলাদেশকে এই অর্থ সহায়তা দিচ্ছে। বিশ্বব্যাংক জানায়, করোনাভাইরাস মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করবে সংস্থাটি।
-এ
The post বাংলাদেশকে ১০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে বিশ্বব্যাংক appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2yATniH
No comments:
Post a Comment