ফাতেহ ডেস্ক
বিশ্বের প্রায় ২০৩টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। ইতোমধ্যে ৯১ লাখের বেশি মানুষকে সংক্রমিত করেছে ভাইরাসটি। সেইসঙ্গে মারা গেছে সাড়ে ৪৫ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এক লাখ ৯১ হাজারের বেশি।
তবে এ পর্যন্ত করোনাভাইরাস নিয়ে যেসব গবেষণা হয়েছে তার অধিকাংশতেই এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, তারা আক্রান্ত বা মৃতের যে সংখ্যা জানতে পেরেছে তা একেবারে নিখুঁত না। কারণ সংশ্লিষ্ট দেশের সরকারগুলো সঠিক তথ্য প্রকাশ করছে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে।
বলা হয়, গত বছরের ডিসেম্বরের একেবারে শেষ প্রান্তে (৩০ বা ৩১ ডিসেম্বর) চীনের উহানে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস। এর পর আস্তে আস্তে তা গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে ভাইরাসটির শনাক্তকরণের তারিখ নিয়েও নানা সন্দেহ-সংশয় রয়েছে। অনেকে বলে আসছেন যে, চীনে অনেক আগেই ভাইরাসটি শনাক্ত হয়েছে, কিন্তু চীনের কম্যুনিস্ট সরকার তা প্রকাশ করেনি।
যাই হোক, শনাক্তের কথা যেহেতু ডিসেম্বরের শেষে বলা হচ্ছে সেহেতু চলতি বছরের প্রথম দিন থেকে হিসাব করলে ৩১ মার্চ পর্যন্ত ৯১ দিন হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ বা গণনাকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত ভাইরাসটির সংক্রমণে বিশ্বে ৪২ হাজার ৩০৯ জনের মৃত্যু হয়েছে। সেই হিসাবে উল্লিখিত সময়ে প্রতিদিন গড়ে প্রায় ৪৬৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, ওয়ার্ল্ডোমিটার তাদের ওয়েবসাইটে ২৩ জানুয়ারি থেকে মৃত্যুর হিসাব দেখিয়েছে। সেদিন থেকে হিসাব করলে মঙ্গলবার পর্যন্ত ভাইরাসটি শনাক্তের ৬৯ দিন হয়েছে। এ হিসাবে গড়ে প্রতিদিন প্রায় ৬১৩ জন লোকের মৃত্যু হয়েছে।
তবে প্রথম দিকে মৃত্যু ও আক্রান্তের হার কিছুটা কম হলেও গত ১৯ মার্চ থেকে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
উল্লিখিত সংস্থাটির হিসাব অনুসারে মার্চের শেষ সপ্তাহে (২৫-৩১) অর্থাৎ শুধু ৭ দিনে মারা গেছে ২৩ হাজার ৪১৫ জন। তার মানে গড়ে প্রতিদিন ৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। আর একদিনে সর্বোচ্চ মৃত্যুর দিনও ছিল এই সপ্তাহের মধ্যেই, অর্থাৎ ৩১ মার্চ মঙ্গলবার। এদিন বিশ্বে মোট ৪ হাজার ৫৩৫ জনের মৃত্যু হয়েছে।
-এ
The post মার্চের শেষ সপ্তাহে করোনায় গড় মৃত্যু ৩৩৪৫ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3bV2Qjp
No comments:
Post a Comment