Tuesday, April 7, 2020

ইতালি, স্পেন ও ফ্রান্সে কমছে মৃতের সংখ্যা

ফাতেহ ডেস্ক

নভেল করোনাভাইরাসের সংক্রমণে পুরো বিশ্ব আজ জর্জরিত। কোনোভাবেই মৃতের মিছিল থামানো যাচ্ছে না। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। এরপরেই আছে স্পেন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। তবে বিগত কয়েকদিনের তুলনায় গতকাল রোববার দেশগুলোতে মৃতের সংখ্যা কিছুটা হলেও কমেছে।

উৎপত্তিস্থল চীনে প্রাদুর্ভাব কমে আসলেও ইউরোপের দেশগুলোতে প্রতিদিন হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিচ্ছিলো ভাইরাসটি। তবে ভালো খবর হচ্ছে- গত দুই সপ্তাহের হিসাবে গতকাল রোববার দেশগুলোতে মৃতের সংখ্যা কমে এসেছে।

জানা যায়, ইতালিতে রোববার ৫২৫ জনের মৃত্যু হয়েছে। এ হিসাব গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এর আগের দিন শনিবার দেশটিতে ভাইরাসটিতে আক্রান্ত ৬৮১ জনের মৃত্য হয়। তার আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৭৬৬।

ইতালির জনস্বাস্থ্য বিভাগের প্রধান বলেন, মৃতের সংখ্যা কমে আসার অন্যতম কারণ আমরা দেশে লকডাউন যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি।

একই চিত্র লক্ষ করা গেছে ফ্রান্স ও স্পেনে। রোববার স্পেনে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৬৭৪ জনের। শনিবার দেশটিতে ভাইরাস সংক্রান্ত কারণে ৮০৫ জনের মৃত্য হয়। এই সংখ্যা শুক্রবার ছিল ৯১৩।

গত ২৬ মার্চের পর গতকালই স্পেনে সবচেয়ে কম সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। হিসাব মোতাবেক ফ্রান্সে রোববার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে করোনাভাইরাসের কারণে। এর আগের দিন শনিবার এই সংখ্যা ছিল ৪৪১ জন।

প্রাণঘাতী এই করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের মানুষ। দেশটির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, আগামী কয়েকদিন সেখানে মৃত্যুর সংখ্যা বেড়ে যাবে। মার্কিন অঙ্গরাজ্যগুলোর মধ্যে নিউইয়র্কের অবস্থা ভয়াবহ।

কিন্তু সেখানেও কমতে শুরু করেছে মৃতের সংখ্যা। গতকাল রোববার রাজ্যটিতে ৫৯৪ জনের মৃত্যু হয়েছে। যা এর আগের দিন শনিবার ছিল ৬৩০ জন।

-এ

The post ইতালি, স্পেন ও ফ্রান্সে কমছে মৃতের সংখ্যা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e0QasO

No comments:

Post a Comment