Monday, April 20, 2020

চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফাতেহ ডেস্ক

বিভিন্ন হাসপাতালে মাস্কসহ যেসব সুরক্ষা সামগ্রী পাঠানো হচ্ছে তা মানসম্পন্ন কি না তা যাচাইয়েরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশনার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই করোনা থেকে রক্ষার নির্দেশনা-পরামর্শ মানছেন না, যা খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, চিকিৎসকদের সুরক্ষিত রাখতে এরইমধ্যে সব ধরণের নিরপত্তা সামগ্রী সরবরাহ করা হয়েছে। এসব সামগ্রী অন্য কেউ যেন ব্যবহার না করে সেদিকেও খেয়াল রাখতে হবে।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্যোগে ভেঙে পড়ার কিছু নেই, খুব শিগগিরই করোনা সংকট কাটিয়ে উঠা সম্ভব হবে। এ সময় সবার মধ্যে মুক্তিযুদ্ধে সংগ্রামী মনোভাব ধরে রাখতে হবে জানান তিনি।এছাড়া আসন্ন রমজানে খাদ্য সরবরাহের দিকে বিশেষ নজর থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সারা বিশ্বে যে হারে মানুষ মারা যাচ্ছে, সে তুলনায় দেশে এখন পর্যন্ত মৃত্যুর হার কম। এ অবস্থায় সামনের আরো কিছুদিন সবার সতর্ক থাকা উচিত বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সংকটময় এ অবস্থায় দেশে দুর্ভিক্ষ এড়াতে সব ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি জানান, করোনা মোকাবিলায় সরকার ২১ লাখ টন খাদ্যশস্য সংগ্রহ করবে। এছাড়া রমজান মাসে খাদ্য সরবরাহে বিশেষ নজর রাখা হবে বলেও জানান সরকার প্রধান।

-এটি

The post চিকিৎসকদের সুরক্ষা সামগ্রী যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2VlzKE2

No comments:

Post a Comment