ফাতেহ ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে। বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট, কল-কারখানাসহ সবকিছু। স্বাভাবিকভাবেই অর্থনীতিতেও চলছে স্থবিরতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সামনে রোজা তাই এভাবে সবকিছু বন্ধ রাখা সম্ভব নয়। এ সময় সীমিত আকারে কোথাও কোথাও কিছু প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছি।
আজ সোমবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৮টি জেলার সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় গাজীপুর জেলার কর্মকর্তাদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আলাপকালে সীমিত আকারে কিছু কারখানা খোলার কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, কিছু ইন্ডাস্ট্রি আছে রপ্তানিমুখী, যেগুলো বন্ধ থাকার কারণে ভীষণ ক্ষতি হচ্ছে। যদি তারা সম্পূর্ণভাবে স্বাস্থ্য নির্দেশিকা মেনে, শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা করে কাজ করতে পারে তাহলে কিছু কিছু জায়গায় কাজ শুরুর কথা ভাবছি আমরা। তবে সেটা করার আগে ওই এলাকায় করোনায় আক্রান্ত রোগী আছে কিনা, থাকলে কী পরিমান তা বিবেচনায় নেওয়া হবে।
তিনি বলেন, ‘অনেক ইন্ডাস্ট্রির নিজস্ব জায়গা আছে। সেখানে যদি তারা শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে পারে তাহলে তো কিছু কিছু প্রতিষ্ঠান চালু করার চিন্তা করা যায়। তবে গার্মেণ্টস খোলার কথা বলে যেভাবে শ্রমিকদের ডেকে নিয়ে আসা হয়েছে, সেভাবে অবশ্যই নয়। সম্পূর্ণ সুরক্ষার ব্যবস্থা করে নিজেদের পরিবহনের মাধ্যমে যদি শ্রমিকদের নিয়ে আসা যায় তাহলেই কিছু প্রতিষ্ঠান আমরা খুলে দেব।’
-এ
The post রোজায় সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু হবে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3anS9EG
No comments:
Post a Comment