ফাতেহ ডেস্ক
দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অর্ধেকই ঢাকা শহরের। গতকাল পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৬২১, যার মধ্যে শুধু ঢাকাতেই ৩২৩ জন। ঢাকার মধ্যে মিরপুরের অবস্থার সবচেয়ে খারাপ, আক্রান্ত হয়েছেন ৫২ জন। এর মধ্যে মিরপুর-১-এ ৫ জন, মিরপুর-৬: ২, মিরপুর-১০: ৫, মিরপুর-১১: ১০, মিরপুর-১২: ৮, মিরপুর-১৩: ২ জন। আইইডিসিআর বলছে, দেশের হটস্পট যেমন নারায়ণগঞ্জ তেমনি ঢাকার হটস্পট (সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা) হল মিরপুর।
ঢাকার কোন এলাকায় কতজন আক্রান্ত, তার আলাদা আলাদা হিসেব দিয়েছে আইইডিসিআর। সে হিসেব অনুযায়ী, মিরপুরের পরেই সবচেয়ে বেশি আক্রান্ত টোলারবাগে, ১৯ জন। এছাড়া উত্তরা-১৭, ওয়ারী-১৬, ধানমন্ডি-১৪, লালবাগ-১৩, মোহাম্মদপুর-১২, যাত্রাবাড়ি-১১, বনানী-৭, আদাবর-১, আগারগাঁও-২, আশকোনা-১, আজিমপুর-২, বাবুবাজার-৩, বাড্ডা-৪, বেইলি রোড-৩, বংশাল-৭, বাসাবো-১২, বসুন্ধরা-৪, বেগুনবাড়ি-১, বেড়িবাধ-১, বসিলা-১।
বুয়েট এলাকা-১, সেন্ট্রাল রোড-১, চকবাজার-৪, ঢাকেশ্বরী-১, ধোলাইখাল-১, দয়াগঞ্জ-১, ইস্কাটন-১, গেন্ডারিয়া-৩, গ্রিন রোড-৫, গুলিস্তান-২, গুলশান-৪, হাতিরঝিল-১, হাতিরপুল-২, হাজারীবাগ-৮, ইসলামপুর-২, জেলগেট-১ ঝিগাতলা-৩, কামরাঙ্গীর চর-১, কাজীপাড়া-১, কদমতলী-১, কোতোয়ালি-২, লক্ষ্মীবাজার-২, মালিবাগ-২।
মানিকদি-১, মীর হাজিরবাগ-২, মিটফোর্ড-১, মগবাজার-৪, মহাখালী-৭, মুগদা-১, নবাবপুর-১ নারিন্দা-২, নিকুঞ্জ-১, পীরেরবাগ-২, পুরান পল্টন-২, রাজারবাগ-২, রামপুরা-১, রায়েরবাজার-১, সায়েদাবাদ-১, শাহ আলী বাগ-২, শাহবাগ-২, শান্তিনগর-৫, সোয়ারি ঘাট-৩, সিদ্ধেশ্বরী-১ শনির আখড়া-১, সুত্রাপুর-২ তেজগাঁও-৩, উর্দু রোড-১।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত রাজধানীর মোট ৫৪টি এলাকা লকডাউন করা হয়েছে। এছাড়া অন্যান্য এলাকাতেও মানুষের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গৃহকর্মী, অতিথি এবং অচেনা কাউকে বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না।
-এ
The post ঢাকার যে ৭৫ এলাকায় করোনাভাইরাস appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3caa5nB
No comments:
Post a Comment