ফাতেহ ডেস্ক
যুক্তরাষ্ট্রে কোভিড উনিশে আক্রান্ত হয়ে একদিনে ৩ বাংলাদেশিসহ রেকর্ড ২ হাজার চারশো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মারা গেলেন ২৬ হাজারের বেশি মানুষ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মোট ১৪০ জন বাংলাদেশির মৃত্যু হলো। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে ২৬ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ১৩ হাজারের বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে নিউইয়র্কে।
মার্কিন এই শহরে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ৬০০ জন। চলতি মাসের শুরুর দিকের চেয়ে যা কম।
এদিকে প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৬ লাখ ৩ হাজার ৪৯৬ জন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ১৯৫ জনের।
এরমধ্যে শুধু নিউইয়র্কে মোট মারা গেছেন ১০ হাজার ৮৩৪ জন করোনা রোগী। শহরটিতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২০৮ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনার উপস্থিতি নিশ্চিত হন দেশটির স্বাস্থ্যকর্মীরা। চীনে এখন পর্যন্ত এতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ২৪৯ এবং মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন।
-এ
The post নিউইয়র্ক এখন লাশের শহর, একদিনে ২৪০৭ জনের প্রাণহানি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3ejckH0
No comments:
Post a Comment