Saturday, April 18, 2020

বিকেলে বসছে ১ ঘণ্টার সংসদ অধিবেশন

ফাতেহ ডেস্ক

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে বিকেলে। সাংবিধানিক বাধ্যবাধকতার এই ব্যতিক্রমী অধিবেশনটি বিকেল ৫টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলতে পারে।

করোনাভাইরাসজনিত দুর্যোগময় মুহূর্তেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এ অধিবেশনটি করতে হচ্ছে।

করোনাভাইরাস বিস্তার রোধে নিরাপদ দূরত্ব নিশ্চিতে অধিবেশনের কোরাম পূরণের জন্য উপস্থিত থাকবেন ৬০ জন সাংসদ।

সংবিধান অনুযায়ী, সংসদের সপ্তম অধিবেশন আহব্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক অধিবেশন শেষ হওয়ার পর ৬০ কার্যদিবসের মধ্যে আবার বসার বাধ্যবাধকতা রয়েছে।

সর্বশেষ ষষ্ঠ অধিবেশন শেষ হয়েছিল ১৮ ফেব্রুয়ারি। সেই হিসাবে শনিবার সংসদের অধিবেশন শুরুর বাধ্যবাধকতা রয়েছে।

এর আগে সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনাভাইরাসের কারণে জাতীয় সংসদের এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, এখন ঢাকায় আছেন এবং বয়সে তরুণ এমন সাংসদদেরই শুধু সংসদে যাওয়ার জন্য উৎসাহিত করা হবে। সংসদে প্রবেশের সময় তাদের তাপমাত্রা পরীক্ষা করা হবে।

সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সংসদের আইন শাখা জানায়, চলতি সংসদের কোনো সাংসদ মারা গেলে অধিবেশন শুরুর দিনে শোকপ্রস্তাব গ্রহণের পর বৈঠক মুলতবি করা হয়। চলতি সংসদের সদস্য ও সাবেক মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু (পাবনা-২) ২ এপ্রিল মারা যান। বৈঠকের শুরুতেই শোকপ্রস্তাব উত্থাপন ও এর ওপর আলোচনা হবে। এর পরপরই বৈঠক মুলতবি হতে পারে।

-এ

The post বিকেলে বসছে ১ ঘণ্টার সংসদ অধিবেশন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2yr0qKA

No comments:

Post a Comment