ফাতেহ ডেস্ক
আফগান প্রেসিডেন্ট প্রাসাদের বেশ কয়েকজন কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে ২০ থেকে ৪০ কর্মীর করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
তবে এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি আফগান সরকার। প্রেসিডেন্ট আশরাফ ঘানি নিজে আক্রান্ত হয়েছেন কিনা সেটাও জানা যায়নি।
শনিবার (১৮ এপ্রিল) পর্যন্ত আফগানিস্তান সরকারের দেয়া তথ্য অনুযায়ী, সে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ৯৩৩ জন। মারা গেছেন ৩৩ জন। ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে রোগ শনাক্তকরণ পরীক্ষার সীমাবদ্ধতার কারণে প্রকৃত আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না।
কয়েক দশক ধরে চলা যুদ্ধের কারণে সেখানকার স্বাস্থ্যসেবার মানও বেশ নাজুক। শনিবার আফগান সরকারের এক মুখপাত্রকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ২০ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু বিষয়টিকে গোপন রাখা হয়েছে, যাতে এ নিয়ে কোনও আতঙ্ক ছড়িয়ে না পড়ে।
এদিকে রোববার (১৯ এপ্রিল) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আক্রান্তের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে।
-এ
The post আফগান প্রেসিডেন্ট প্রাসাদে করোনার হানা, বহু আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3apSpmq
No comments:
Post a Comment