Monday, April 6, 2020

করোনা নিয়ে ওআইসি’র অনলাইন সভা ২০ এপ্রিল

ফাতেহ ডেস্ক

ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) কোভিড-১৯ মোকাবিলায় দেশগুলোর মধ্যে কি অবস্থা তা জানতে স্বাস্থ্য সম্পর্কিত স্টিয়ারিং মন্ত্রিসভা কমিটির জরুরি অনলাইন সভা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।

গতকাল সোমবার (৬ এপ্রিল) ওআইসি এক বিবৃতিতে এসব জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে ওআইসি’র সপ্তম ইসলামিক স্বাস্থ্যমন্ত্রীর সম্মেলনের সভাপতিত্বে চলতি বছরের ২০ এপ্রিল এ সভা অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কে সংস্থার সেক্রেটারি জেনারেল ড. ইউসুফ আল-ওথাইমিন বলেন, করোনাভাইরাস মহামারী মোকাবিলায় সদস্য দেশগুলো কি চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা বৈঠকে আলোচনা হবে। কমিটির সদস্যরা এ চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রসমূহের প্রচেষ্টা নিয়ে আলোচনা করবেন।

তিনি আরও বলেন, এই বৈঠকের উদ্দেশ্য করোনাভাইরাস সম্পর্কিত তথ্য ভাগ করে নেওয়া এবং হালনাগাদ করা, মহামারী সম্পর্কে পরামর্শ নেওয়া এবং সদস্য দেশগুলোতে ভাইরাসের সংক্রমণকে কমিয়ে আনা ও রক্ষা করার জন্য কৌশল প্রণয়ন করা।

স্টিয়ারিং কমিটির সদস্যভুক্ত দেশগুলো হচ্ছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, পাকিস্তান, মরিশানিয়া, চাদ, তুরস্ক, মিশর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সুদান।

-এ

The post করোনা নিয়ে ওআইসি’র অনলাইন সভা ২০ এপ্রিল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2UM8Wg0

No comments:

Post a Comment