Thursday, April 2, 2020

দেশে ২৪ ঘণ্টায় নতুন ২ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৬

ফাতেহ ডেস্ক

নতুন করে দেশে ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট করোনাভাইরাসে আক্রান্ত ৫৬ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডা. হাবিবুর রহমান।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিং-এ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, করোনাভাইরাসের লক্ষণ থাকায় গত ২৪ ঘণ্টায় ৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। মোট আইসোলেশনে আছেন ৭৮ জন। ১৪১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজনই পুরুষ। একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে, আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে। তবে তারা কিভাবে সংক্রিমত হয়েছেন এটা এখনও জানতে পারিনি।

হাবিবুর রহমান বলেন, দেশে করোনা পরীক্ষার পরিধি বাড়ানো হয়েছে। ঢাকাসহ দেশের আরও ৪টি প্রতিষ্ঠানে এখন কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রতিটি উপজেলায় কমপক্ষে দুইজন করে ২৪ ঘণ্টায় ১ হাজার করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার।

-এ

The post দেশে ২৪ ঘণ্টায় নতুন ২ করোনা রোগী শনাক্ত, মোট আক্রান্ত ৫৬ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3bPBZVT

No comments:

Post a Comment