ফাতেহ ডেস্ক
লকডাউন ভেঙে ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফতে মজলিশের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর জানাজায় কয়েক হাজার মানুষের অংশগ্রহণের ঘটনায় সরাইলের ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
শনিবার লকডাউনের ভেতর লাখো মানুষের উপস্থিতিতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা জুবায়ের আহমেদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১০টায় সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদ্রাসা মাঠে জানাজার আয়োজন হয়। মাঠে জায়গা না হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের অন্তত কয়েক কিলোমিটার অংশে জানাজার নামাজ পড়েন কয়েক হাজার মানুষ।
করোনা সংক্রমণের আতঙ্কের মধ্যে কয়েক হাজার মানুষের জানাজার ছবি সামাজিক যোগযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় তীব্র সমালোচনা হয়। দেশি-বিদেশি গণমাধ্যমে এ খবর প্রচারিত হলে চাপে পড়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ। শনিবার দুপুরের পর থেকেই নড়েচড়ে বসে সরাইল উপজেলা প্রশাসন ও পুলিশ।
বিকেলে ওই জেলার আট গ্রামে পুলিশ মোতায়েনসহ কঠোর লকডাউন ঘোষণা করে প্রশাসন। এরপর রাতে সরাইল থানার ওসি শাহাদাত হোসেনকে প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদরদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাসভবনে প্রখ্যাত ওয়ায়েজ আল্লামা জোবায়ের আহমদ আনসারীর মৃত্যুর পরই এমন লোক সমাগম হয়। যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় সরাইলের ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
-এ
The post জানাজায় মানুষের ঢল: সরাইলের ওসি প্রত্যাহার appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3exWjNz
No comments:
Post a Comment