ফাতেহ ডেস্ক:
পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রার্থীদের বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের সম্পাদকমণ্ডলীর বৈঠকে আজ বুধবার এসব কথা বলেন প্রধানমন্ত্রী। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘করোনা মোকাবিলায় আমাদের নেতাকর্মীরা যেভাবে জনগণের পাশে থেকে কাজ করেছেন, উপনির্বাচনেও আমাদের প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের সেভাবে কাজ করতে হবে।’
বৈঠকে প্রধানমন্ত্রী দলের নেতাদের উদ্দেশে অনলাইনে যুক্ত হয়ে সাংগঠনিক নির্দেশনা দেন। বৈঠকের শুরুতে দলের বিভিন্ন বিষয় উল্লেখ করে সাংগঠনিক রিপোর্ট তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রী দলের পাঁচজন সাংসদের মৃত্যুতে শূন্য হওয়া আসনগুলোর উপনির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করে বক্তব্য দেন। আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্যের মৃত্যুতে এ আসনগুলো শূন্য ঘোষণা করে নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আসনগুলো হচ্ছে পাবনা-৪, ঢাকা-৫, নওগাঁ-৬, সিরাজগঞ্জ-১ ও ঢাকা-১৮।
জেলা ও স্থানীয় পর্যায়ে সংগঠনকে আরো শক্তিশালী করার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সাংগঠনিক পরিকল্পনা গ্রহণ করুন। এগুলো কেন্দ্রে পাঠিয়ে দিন। গত পাঁচ মাস করোনা পরিস্থিতির কারণে অনেক কাজকর্মই স্থবির ছিল। এ পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা সব সংকট ও সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবো।’
ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। ১৯৭৫ সালের পর আমরা যখন গভীর সংকটে পড়ি, তখন তিনি আন্তরিকভাবে সহযোগিতা করেছিলেন। তিনি সব সময় বাংলাদেশের পাশে ছিলেন।’
প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে বাংলাদেশে আজ বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ বিষয়ে গতকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
The post উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী করার আহ্বান প্রধানমন্ত্রীর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3hQdoU4
No comments:
Post a Comment