Monday, September 28, 2020

শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে

ফাতেহ ডেস্ক:

আগামী ডিসেম্বর মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ডিসেম্বরে প্রতিবেশী দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। করোনাভাইরাস পরিস্থিতি বিদ্যমান থাকলে তাদের বৈঠকটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। আর পরিবেশ স্বাভাবিক থাকলে সরাসরি বৈঠকটির আয়োজন করা হবে।

মন্ত্রী জানান, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। বিশেষ করে যেসব বিষয় এখনো অমীমাংসিত রয়ে গেছে সেগুলো গুরুত্ব পাবে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামীকাল বাংলাদেশ-ভারত ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে তিস্তার অমীমাংসিত পানি বণ্টন ইস্যু ছাড়াও সাতটি অভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা, এলওসি ও দ্বিপাক্ষিক নানা ক্ষেত্রে আলোচনা হবে বলে।

রবিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেশে আটকাপড়া সৌদি প্রবাসী সকল শ্রমিককে ফেরানো সম্ভব হবে বলে আশা করছি।

The post শেখ হাসিনা-মোদি বৈঠক ডিসেম্বরে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2S6zIOg

No comments:

Post a Comment