ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০৮টি ল্যাবে ১৩ হাজার ১৫৫ টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৪৩৬ জনের শরীরে।
দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বুধবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ২৫১ জনে।
আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জন। এর মধ্যে নতুন করে ১ হাজার ৭৮৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন যে ৩২ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৪ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৩ জন বা ৭৭.৩৮ শতাংশ এবং নারী ১ হাজার ১৮৮ জন বা ২২.৬২ শতাংশ।
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।
The post দেশে একদিনে মৃত্যু ৩২, শনাক্ত ১৪৩৬ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3jhz3p2
No comments:
Post a Comment