ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসের মহামারির কারণে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির সময় আরও ৪ দিন বাড়ানো হয়েছে। ফলে শিক্ষার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি হতে পারবে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা মহামারি ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ভর্তির সময় আগামী ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বৃদ্ধি করা হলো। এর আগে, শিক্ষার্থীদের জন্য ভর্তির তারিখ ছিল ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। পরে দুই দিন বাড়িয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছিল।
জানা গেছে, একাদশে ভর্তি হতে শিক্ষার্থীদের আপাতত একাডেমিক ট্রান্সক্রিপ্ট বা প্রশংসাপত্র জমা দিতে হবে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সুবিধামতো সময়ে এসব কাগজ কলেজে জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
The post কলেজে ভর্তির সময় বাড়ল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3kwSN8t
No comments:
Post a Comment