Monday, September 28, 2020

বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক মঙ্গলবার

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে। করোনার মহামারির কারণে এবার প্রথমবারের মতো ভার্চুয়াল বৈঠক হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেসিসি বৈঠক বিকেল সাড়ে ৩টায় শুরু হবে। এতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন। অন্যদিকে, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

গত রোববার এবারের ষষ্ঠ জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে।

জানা গেছে, এবারের বৈঠকে দুই দেশের মধ্যকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে, তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন ও ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে গুরুত্ব পাবে।

জেসিসি বৈঠক সামনে রেখে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি টেলিফোনে আলোচনাও করেছেন। এ ছাড়া সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরকালেও এ বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ষষ্ঠ জেসিসি বৈঠক।

এদিকে, আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন সাংবাদিকদের এ বিষয়ে জানান যে, এবারের জেসিসি বৈঠকে সময় খুব কম। মাত্র এক ঘণ্টার আলোচনা হবে। আর সে কারণে সব বিষয়ে আলোচনা করা সম্ভব হবে না।

The post বাংলাদেশ-ভারত জেসিসি বৈঠক মঙ্গলবার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2HF4Ty3

No comments:

Post a Comment