ফাতেহ ডেস্ক:
ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপ-রাষ্ট্রপতির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এ খবর জানানো হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।
টুইট বার্তায় বলা হয়েছে, উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু রুটিন পরীক্ষার সময় করোনাভাইরাস পজিটিভ আসে। ৭১ বছর বয়সী উপ-রাষ্ট্রপতি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
তার স্ত্রী শ্রীমতি ঊষা নাইডুর করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে এবং তিনি স্ব-বিচ্ছিন্ন (সেলফ আইসোলেশন) অবস্থায় আছেন বলে টুইট বার্তায় জানানো হয়েছে।
প্রসঙ্গত ভেঙ্কাইয়া নাইডু রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানও। গত সপ্তাহেই কোভিড পরিস্থিতির কারণে আট দিন আগেই শেষ হয়ে যায় সংসদের বর্ষাকালীন অধিবেশন। ওই সংসদের ২৫ জন সদস্যের করোনা পরীক্ষায় কোভিড ধরা পড়েছিল। নিয়মিত সংসদে গেছেন ভেঙ্কাইয়া নাইডু। কিন্তু তখন তার করোনা পরীক্ষায় নেগেটিভ এলেও প্রায় এক সপ্তাহ পরে পজিটিভ এলো তার করোনা টেস্ট। দেশটিতে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা ৬০ লাখের ওপর। মৃতের সংখ্যা এক লাখ ছুঁইছুঁই।
The post ভারতের উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু করোনায় আক্রান্ত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Gi1dBE
No comments:
Post a Comment