Tuesday, September 15, 2020

বুধবার থেকে খুলছে ৫১৮ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ২১ জাদুঘর

ফাতেহ ডেস্ক:

করোনার কারণে বন্ধ থাকা দেশের ৫১৮ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ২১ প্রত্নতাত্ত্বিক জাদুঘর আগামীকাল বুধবার থেকে সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা কিছুদিন আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আবেদন করেছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে জাদুঘর এবং প্রত্নতাত্ত্বিক স্থানগুলো খুলে দেওয়া হোক।

তিনি জানান, আজ আমরা সেই অনুমতি পেয়েছি মন্ত্রণালয় থেকে। কাল থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে আমাদের যে সব জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে তা খুলে দেওয়া হবে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত মার্চ মাসের শেষদিকে দেশের সব প্রত্নতাত্ত্বিক স্থান ও জাদুঘর বন্ধ করে দেওয়া হয়।

The post বুধবার থেকে খুলছে ৫১৮ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও ২১ জাদুঘর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/35BMImV

No comments:

Post a Comment