আন্তর্জাতিক ডেস্ক:
আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ আগামীকাল মঙ্গলবার থেকে আংশিকভাবে তুলে নেবে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণে ছয় মাস বিধিনিষেধ থাকার পর এ সিদ্ধান্ত নেওয়া হলো।
সৌদি সরকারি সংবাদ সংস্থায় প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বলছে, উপসাগরীয় নাগরিক ও সৌদি আরবে আবাসনের অনুমতি বা ভিসা আছে—এমন নাগরিকেরা কাল থেকে সৌদি আরবে ঢুকতে পারবেন। কাল থেকে সৌদি সরকারি কর্মী বা সেনাসদস্য, দূতাবাসের কর্মী, শিক্ষার্থী ও চিকিৎসার জন্য আসা মানুষও সৌদিতে ঢুকতে ও দেশটি থেকে বাইরে যেতে পারবেন।
এর আগে জুনে সৌদি আরবে করোনাভাইরাসের সংক্রমণের কারণে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়। ব্যবসা, সিনেমা ও অন্যান্য বিনোদনের স্থান থেকেও বিধিনিষেধ তুলে নেওয়া হয়।
উল্লেখ্য, সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ পর্যন্ত মারা গেছেন ৪ হাজার ২০০ জনের বেশি। গতকাল পর্যন্ত দেশটিতে ৩ লাখ ২ হাজারের বেশি মানুষ সুস্থ হন।
The post কাল মঙ্গলবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শিথিল করছে সৌদি appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3itxwfb
No comments:
Post a Comment