Wednesday, September 2, 2020

বর্ণবাদবিরোধী বিক্ষোভ অভ্যন্তরীণ সন্ত্রাস: ট্রাম্প

ফাতেহ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা শহরে সাম্প্রতিক বর্ণবাদবিরোধী বিক্ষোভে সংঘবদ্ধ সহিংসতাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাস কার্যক্রম’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট গতকাল মঙ্গলবার কেনোশা সিটিতে আইনশৃঙ্খলা রক্ষায় কড়াকড়ি আরোপের নির্দেশ দেন। কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে পুলিশের গুলির ঘটনায় কেনোশা সিটিতে বর্ণবাদবিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। সংবাদ সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ডোনাল্ড ট্রাম্প কয়েক মাস ধরে ডেমোক্র্যাট জো বাইডেনের সঙ্গে নির্বাচনী লড়াইয়ে নভেল করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে তাঁর ব্যাপক কার্যক্রম থেকে বেরিয়ে যুক্তরাষ্ট্রে একটি স্বস্তিদায়ক আইনশৃঙ্খলা পরিস্থিতির আশা করছিলেন।

গত সপ্তাহে উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোশা সিটিতে এক শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে তাঁর তিন সন্তানের সামনে গুলি করার ঘটনায় নতুন করে বর্ণবাদবিরোধী দাঙ্গা ও সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় বিক্ষুব্ধ প্রতিবাদকারীরা কয়েক রাত ধরে কেনোশা সিটির ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় দুই ব্যক্তি প্রাণ হারায়।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এটি কোনো শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ছিল না। এটি ছিল অভ্যন্তরীণ সন্ত্রাস।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের গাড়িবহর কেনোশার ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার পথে রাস্তা ব্যারিকেড দিয়ে রাখা হয়। একদিকে ট্রাম্প সমর্থক এবং অন্যদিকে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ প্রতিবাদকারীরা নির্দিষ্ট দূরত্বে অবস্থান নেয়। কখনো কখনো উভয় পক্ষ চেঁচিয়ে মুখোমুখি বিতর্কে জড়িয়ে পড়ে।

কড়া নিরাপত্তা ও সড়কে ব্যারিকেডের মধ্যে ট্রাম্প পুড়ে যাওয়া দোকানপাট পরিদর্শন করেন, দোকান মালিকদের সঙ্গে কথা বলেন। এ সময় ট্রাম্প ‘আমরা আপনাদের প্রতিষ্ঠান পুনর্নির্মাণে সহায়তা দেব’ বলে তাঁদের আশ্বাস দেন।

ট্রাম্প এ সময় সহিংস বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। তিনি উইসকনসিন প্রশাসনকে আইনশৃঙ্খলা, ক্ষুদ্র ব্যবসা ও জননিরাপত্তার জন্য ৪৭ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা কেনোশাকে আগের অবস্থায় ফিরিয়ে দেব।’

The post বর্ণবাদবিরোধী বিক্ষোভ অভ্যন্তরীণ সন্ত্রাস: ট্রাম্প appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gUuK0R

No comments:

Post a Comment