ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিস চালানোর সিদ্ধান্ত তুলে নেয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে অফিসে উপস্থিত হতে হবে। তবে অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভাবারা বাড়িতে থেকেই অফিস করবেন।
এ বিষয়ে ব্যবস্থা নিতে অফিসপ্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কাজের চাপ বেড়ে গেছে। অনেক কাজ জমাও পড়েছে। তাই কোনো কাজ আর ফেলে রাখা যাবে না। এ জন্য অফিস প্রধানরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাই ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি অফিস করার নিয়মটি থাকছে না।
মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রমতে, মৌখিকভাবে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখনো কাগজপত্রে এ নির্দেশনা দেওয়া হয়নি। রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে পারে।
করোনাভাইরাসের বিদ্যমান পরিস্থিতিতে গত ১ জুন সচিবালয়ে প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে একসঙ্গে সর্বোচ্চ ২৫ শতাংশ কর্মকর্তা–কর্মচারী নিয়ে অফিসের কাজ চলার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই অনুযায়ীই এত দিন কাজ চলছিল।
The post ২৫ শতাংশ নয়, অফিস আসতে হবে সবাইকে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3fyvuZ0
No comments:
Post a Comment