ফাতেহ ডেস্ক:
দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৩ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৬৫৪ জন।
এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে। মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের।
সোমবার আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, মোট ৮৩টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ২ হাজার ৬৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জনের।
অধ্যাপক সুলতানা বলেন, করোনা আক্রান্ত হয়ে একদিনে আরও ৩৩ জন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ২৬৭ জনে দাঁড়িয়েছে।
তিনি আরও জানান, চব্বিশ ঘণ্টায় আরও ১ হাজার ৮৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন করোনা থেকে সেরে উঠলেন। সুস্থ হওয়ার হার ৫৭ দশমিক ৪৬ শতাংশ।
The post একদিনে আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৬৫৪ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3i24ylY
No comments:
Post a Comment