Thursday, August 6, 2020

ইতালিকে টপকে আক্রান্তে বিশ্বে ১৫তম বাংলাদেশ

ফাতেহ ডেস্ক:

সবশেষ চব্বিশ ঘণ্টায় দেশে প্রায় তিন হাজার মানুষের শরীরে সংক্রমণ ধরা পড়ায় করোনা আক্রান্তে বৈশ্বিক তালিকায় আরও এক ধাপ ওপরে উঠে এসেছে বাংলাদেশ। ইতালিকে টপকে অবস্থান এখন ১৫ তম।

কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে জানানো হয়, এদিন সকাল আটটা পর্যন্ত ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষা করে ২ হাজার ৯৭৭ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে।

সরকারি হিসেবে দেশে মোট করোনার আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। তাতে আক্রান্তের বৈশ্বিক তালিকায় ইতালিকে টপকে গেছে বাংলাদেশ।

প্রায় সাড়ে আটশো আক্রান্ত কম নিয়ে ষোলোতম স্থানে নেমে গেছে ইউরোপের দেশটি। বর্তমানে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৮০৩। ইতালিতে এক সময় করোনার সংক্রমণ ব্যাপক হারে ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।

আক্রান্তের তালিকায় বর্তমানে বাংলাদেশের ঠিক ওপরে আছে পাকিস্তান, ২ লাখ ৮১ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও জানানো হয়, চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। তাতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩০৬ জনে।

আর নতুন করে ২ হাজার ৭৪ জনসহ মোট সুস্থ মানুষের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিলে দেশে বর্তমানে ‘অ্যাকটিভ’ করোনারোগী রয়েছেন ১ লাখ ২ হাজারের কিছু বেশি।

The post ইতালিকে টপকে আক্রান্তে বিশ্বে ১৫তম বাংলাদেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3gzWxEz

No comments:

Post a Comment