ফাতেহ ডেস্ক:
যাচাই-বাছাই শেষে সন্তোষজনক ফল পেলে চীনের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা বাংলাদেশেই হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। ভ্যাকসিন পরীক্ষার অনুমোদনের জন্য মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক প্রস্তাব নিয়ে আসে গবেষণা সংস্থা আইসিডিডিআরবি। প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্বাস্থ্য সচিব এ কথা জানান। তিনি বলেন, শুধু চীন নয়, অন্য যারা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা করছে তাদের সঙ্গেও যোগাযোগ করছে ঢাকা।
করোনা ভ্যাকসিন আবিস্কারের দৌঁড়ে এগিয়ে থাকা চীনের সিনোভেক বায়োটেক কোম্পানি বাংলাদেশে এর তৃতীয় ধাপের পরীক্ষা চালানোর আগ্রহের কথা জানায়। এরই প্রেক্ষাপটে ঢাকায় আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বা আইসিডিডিআরবি এ বিষয়ে প্রস্তুতিও নেয়। এরই অংশ হিসেবে বাংলাদেশের মেডিকেল রিসার্চ কাউন্সিল বা বিএমআরসির কাছ থেকে অনুমতিও নেয় তারা। কিন্তু পরে এ ধরনের সিদ্ধান্ত থেকে ঘুরে দাঁড়ায় স্বাস্থ্য মন্ত্রণালয়। তৈরি হয় অনিশ্চয়তা। এ মাসেই দেশের বিভিন্ন কভিড হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মীদের ওপর পরীক্ষার স্বার্থে এ ভ্যাকসিন প্রয়োগের আলোচনা চলে।
তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে আনুষ্ঠানিক কোন প্রস্তাব আসেনি মন্ত্রণালয়ে। অতপর মঙ্গলবার চীনা কোম্পানির করা আবেদন নিয়ে মন্ত্রণালয়ে আসে আইসিডিডিআরবির প্রতিনিধি দল। বৈঠক করেন স্বাস্থ্য সচিবসহ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক ও সংশ্লিষ্টদের সঙ্গে। ঘন্টাব্যাপী আলোচনা শেষে ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন প্রসঙ্গে নতুন অবস্থানের কথা তুলে ধরেন স্বাস্থ্য সচিব।
এদিকে এরই মধ্যে ব্রাজিলে চলছে চীনের সিনোভেক ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা। এর আগের দুই ধাপের পরীক্ষা চীনে হয়েছে বলেও জানান স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
ব্রিফিং এ সচিব আরো জানান, ভ্যাকসিনের বিষয়ে শুধু চীনের দিকেই তাকিয়ে নেই বাংলাদেশ। বিশ্বের যেখানেই ভ্যাকসিন আসুক না কেন, সেই ভ্যাকসিন যেন অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশ পায় সে বিষয়ে তৎপর রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এর আগে জুনে করোনা মোকাবিলায় সহায়তায় আসা চীনের বিশেষজ্ঞ দল ঢাকায় এসে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ে বৈঠক করে। ওই সময়ই চীনা প্রতিনিধিদল জানিয়েছিল ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল বাংলাদেশে হতে পারে।
The post চীনা ভ্যাকসিনের ফল সন্তোষজনক হলে পরীক্ষা বাংলাদেশেই হতে পারে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/33pIEoE
No comments:
Post a Comment