ফাতেহ ডেস্ক:
সৌদি আরবে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।
আলজাজিরা জানায়, শনিবার সৌদি আরবে নতুন করে ৩ হাজার ৪৫ জন আক্রান্ত হন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ এক হাজার ৯১৪ জন।
গত ১০ দিনে নতুন করে সংক্রমণ ঘটে দেশটিতে। শনিবার এই প্রথম আক্রান্তের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে যায়। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জনে।
২ মার্চ সৌদি আরবে প্রথম করোনা আক্রান্তের শনাক্ত হয়। এপ্রিলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এপ্রিলে জানায়, আক্রান্তের সংখ্যা ১০ হাজার থেকে দুই লাখের মধ্যে থাকতে পারে। তবে ১৬ মে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছুঁয়ে ফেলে।
এদিকে দুই মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর দেশের সব মসজিদ খুলে দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সীমিত আকারে চালু হয়েছে জরুরি সেবা ভিত্তিক ব্যবসায়িক কর্মকাণ্ড।
-এ
The post আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়াল সৌদিতে appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3f1RD1P
No comments:
Post a Comment