ফাতেহ ডেস্ক:
নভেল করোনাভাইরাস প্রতিরোধের লড়াইয়ে টিকে থাকতে গিয়ে বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের মতো দেশে ডিপথেরিয়া, কলেরা এবং হামের মতো রোগ হাজির হচ্ছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফের উদ্ধৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত এই সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর গরীব দেশগুলো কভিড-১৯ মোকাবিলায় ব্যস্ত থাকতে গিয়ে অবচেতনভাবে অন্যে রোগে মৃত্যু বাড়াচ্ছে।
এই সমস্যা সৃষ্টি হয়েছে মূলত অন্য রোগের ভ্যাকসিন কার্যক্রম বন্ধ করায়। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় দেশগুলো ভ্যাকসিন আনতে পারছে না। আবার ভ্যাকসিন থাকলেও করোনার সংক্রমণের ভয়ে বাচ্চাদের টিকাদান কর্মসূচি চালু রাখা সম্ভব হচ্ছে না।
কলেরা রোগ নতুন করে হাজির হওয়ার তালিকায় বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ সুদান, ক্যামেরুন, মোজাম্বিক এবং ইয়েমেনের নাম দেখা গেছে।
হাম ছড়ানো দেশগুলোর তালিকায় বাংলাদেশ বাদে ব্রাজিল, কম্বোডিয়া, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরাক, কাজাকস্থান, নেপাল, নাইজেরিয়া এবং উজবেকিস্তান রয়েছে।
আফ্রিকান চিকিৎসক চিবুজো ওকোটা এ বিষয়ে টাইমসকে বলেন, ‘কয়েক মাসের ভেতর এখন অন্য রোগ করোনার চেয়ে বেশি শিশুর প্রাণ নেবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী দেশগুলোকে করোনা মহামারীর ভেতরই সতর্কতার সঙ্গে অন্য রাগের ভ্যাকসিন কার্যক্রম শুরুর তাগিদ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
-এ
The post করোনা রোধ করতে গিয়ে ‘অন্য রোগ’ হাজির হচ্ছে বাংলাদেশে! appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3d2Tp1l
No comments:
Post a Comment