Sunday, June 7, 2020

দেশে একদিনে রেকর্ড ৪২ মৃত্যু, আক্রান্ত ২৭৪৩

ফাতেহ ডেস্ক:

দেশে চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ৪২ জন প্রাণ হারিয়েছেন। এই সময়ে ১৩ হাজার ১৩৬টি নমুনা পরীক্ষা করে অতি ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৭৪৩ জনের শরীরে।

এর আগে চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ৪০ জন, ৩১ মে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর রবিবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জন।

আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৮৮৮ জনে। চব্বিশ ঘণ্টায় ৫৭৮ জনসহ মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে রবিবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

-এ

The post দেশে একদিনে রেকর্ড ৪২ মৃত্যু, আক্রান্ত ২৭৪৩ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2XEV2Of

No comments:

Post a Comment