আন্তর্জাতিক ডেস্ক:
ভিয়েতনামের এক শিল্পপতি করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের সাহায্যার্থে দেশজুড়ে বিনামূল্যে চাল বিতরণের জন্য এটিএম বুথ চালু করেছেন। ব্যবসায়ী হুয়াং তুয়াং অং হোচেমিন শহরে সর্ব প্রথম এ ধরনের চালের এটিএম বুথ চালু করেন। খবর বিবিসির।
খবরে বলা হয়, প্রতিবার একেকজন দেড় কেজি করে চাল নিতে পারবেন এটিএম বুথ থেকে। হোচেমিনের পর এখন গোটা ভিয়েতনামেই দরিদ্রদের সেবায় চালু করা হয়েছে চালের এই এটিএম সার্ভিস।
করোনাকালে লকডাউনের কারণে ভিয়েতনামে প্রায় ৫০ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন। বিনামূল্যের এটিএম বুথ থেকে বেকার মানুষ চাল নিচ্ছেন।
মেশিনে চাল সরবরাহ নিশ্চিত বুথে চালের বিশাল ভাণ্ডার রাখা হয়েছে। বুথে চাল শেষ হয়ে গেলে নিদিষ্ট বোতাম টিপলেই স্বেচ্ছাসেবীরা এসে চাল ভরে দিয়ে যাচ্ছেন।
ভিয়েতনামের দয়ালু ওই ব্যবসায়ী জনহিতকর এ কাজের জন্য দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছেন। এ কাজে বিভিন্ন শহরের মেয়ররাও তাকে চাল দিয়ে সহায়তা করছেন। হোচেমিনের ঘনবসতিপূর্ণ এলাকায় নগর কর্তৃপক্ষ প্রথম দুদিন এই এটিএম বুথে ৫ টন করে চাল সরবরাহ করেছেন।
The post ভিয়েতনামে দরিদ্রদের জন্য বিনামূল্যে চালের এটিএম বুথ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2YFP9iZ
No comments:
Post a Comment