ফাতেহ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিস) ও সিনিয়র কনসালট্যান্ট মির্জা নাজিম উদ্দিন মারা গেছেন।
আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ।
বিএমএর মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী বলেন, প্রায় সপ্তাহ দুই আগে থেকে অসুস্থ ছিলেন মির্জা নাজিম উদ্দিন। তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এ অবস্থায় রোববার মারা যান।
তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর। তার স্ত্রী খালেদা ইয়াসমিন মির্জাও চিকিৎসক। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মির্জা নাজিমের মৃত্যুতে শোক জানিয়েছে বিএমএ।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস-এফডিএসআর এর তথ্যমতে এ পর্যন্ত ২০ জন কিৎিসকের মৃত্যু হলো করোনায়। এ ছাড়া করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পাঁচজন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ডা. মির্জা নাজিম উদ্দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) থেকে পাশ করেন। সর্বশেষ তিনি স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আইসিইউ ডিরেক্টর মেডিকেল সার্ভিস হিসেবে কাজ করে আসছিলেন। তিনি বিএমএর সদস্য ছিলেন।
-এ
The post করোনায় স্কয়ার হাসপাতালের চিকিৎসকের মৃত্যু appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2XHZtrM
No comments:
Post a Comment