ফাতেহ ডেস্ক:
করোনা আতঙ্ক ছাপিয়ে বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ। করোনার ঝুঁকি উপেক্ষা করেই জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে বর্ণবাদবিরোধী বিক্ষোভ চলছে। আন্দোলন ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে।
ফ্লয়েডের হত্যার বিচার ও বর্ণবাদবিরোধী বিক্ষোভ মিছিল হচ্ছে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, হোবার্ট,অ্যাডেলেইডসহ বিভিন্ন স্থানে। মিছিলে অস্ট্রেলিয়ার আদিবাসীদের সঙ্গে সদাচরণ ও প্রান্তিকীকরণের বিষয়গুলোও প্রাধান্য পেয় গেছে। দেশটিতে বিক্ষোভ আয়োজনকারী বেশ কিছু সংগঠনকে স্বাস্থ্যবিধি ভাঙার জন্য জরিমানাও করা হয়েছে।
ব্রিটেনের লন্ডন, ম্যানচেস্টার, কার্ডিফ ও শেফিল্ডেও ছড়িয়ে পড়েছে বর্ণবাদবিরোধী আন্দোলন। ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ শ্লোগানে মুখর দেশটির বিভিন্ন সড়ক। এছাড়া জার্মানির ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ ও হামবুর্গেও চলছে বিক্ষোভ। এই বিক্ষোভে সংহতি জানিয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিসের মানুষও। সেখানকার বিক্ষোভকারীরা বলছেন, সবার সমধিকার নিশ্চিতে এমন প্রতিবাদী কর্মসূচীর প্রয়োজন রয়েছে।
যুক্তরাষ্ট্রেও ১২তম দিনের মতো চলছে বিক্ষোভ। মিনিয়াপলিসে শুরু হওয়া বিক্ষোভ এখন ছড়িয়ে পড়েছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। আন্দোলনকারীদের মুখে মাস্ক থাকলেও বিশাল এসব জমায়েতে নেই শারীরিক দূরত্ব।
-এ
The post জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে দেশে দেশে বর্ণবাদবিরোধী মিছিল appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3dF2wpX
No comments:
Post a Comment