ফাতেহ ডেস্ক:
দারিদ্রপীড়িত ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ১৩ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসী জোট বাহিনীর জঙ্গিবিমান ইয়েমেনের কুহে আল নাহদিন এবং কুহে আতানসহ সানার ছয়টি এলাকায় বোমা বর্ষণ করেছে। এসব হামলায় বহু বেসরকারি ইয়েমেনি হতাহত হয়েছে এবং অনেক ঘরবাড়ি ধ্বংস হয়েছে।
এছাড়া, আগ্রাসী জোটের জঙ্গিবিমান গতকাল সোমবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী প্রদেশ সাদার শাদা এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে অন্তত ১৩ জন ব্যক্তি নিহত হয়।
গতকাল আরব লীগের মহাসচিব আহমাদ আবুল গেইত ইয়েমেনের মানবিক পরিস্থিতি নিয়ে হুঁশিয়ারি দেয়ার পর সেখানে সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বরোচিত হামলার খবর এলো। আবুল গেইত বলেছিলেন, বিশ্ব সমাজ যদি ইয়েমেন বিষয় এখনই সঠিক পদক্ষেপ না নেয় তাহলে দেশটি শিগগিরই ভেঙে পড়বে।
মহামারী করোনাভাইরাসের কারণে ইয়েমেনের মানুষ যখন নানা সমস্যার মধ্যে রয়েছে ঠিক তখনি সামরিক হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে সৌদি আরব। ২০১৫ সালের মার্চ থেকে দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ। সৌদি মদদপুষ্ট মানসুর হাদিকে ক্ষমতায় বসাতে এ আগ্রাসন শুরু করলেও এখন পর্যন্ত তাতে সফল হতে পারে নি রিয়াদ।
-এ
The post ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলা নিহত ১৩ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3hC1XQ8
No comments:
Post a Comment