Wednesday, June 17, 2020

করোনার প্রভাব নিয়ে ৫৪ দেশের সংস্কৃতি মন্ত্রীদের ভার্চুয়াল কনফারেন্স

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসের (কভিড-১৯) বৈশ্বিক মহামারির প্রেক্ষিতে সংস্কৃতি খাতে এর প্রভাব নিয়ে ৫৪ দেশের সংস্কৃতি মন্ত্রীদের মধ্যে ভার্চুয়াল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক বিশ্ব শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (আইসেস্কো) আয়োজনে বুধবার সন্ধ্যায় করোনার প্রভাব মোকাবিলায় টেকসই সাংস্কৃতিক কর্মপরিকল্পনা শীর্ষক ভার্চুয়াল এ কনফারেন্সে অংশ নিয়েছেন বাংলাদেশের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

প্রতিমন্ত্রী রাজধানীর বেইলি রোডের মিনিস্টার্স অ্যাপার্টমেন্টের নিজ বাসভবন থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ‘জুম’ এর মাধ্যমে এই ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হন।

আইসেস্কো নির্ধারিত তিন মিনিটের বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারা বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতির বিভিন্ন সেক্টরে বিরূপ প্রভাব ফেলছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংকট মোকাবিলায় ইতোমধ্যে মোট দেশজ উৎপাদনের শতকরা ৩.৭ ভাগের সমতুল্য প্রায় ১২.১১ বিলিয়ন মার্কিন ডলারের একগুচ্ছ (১৯টি) আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। যেখান থেকে বেশ কিছু সংখ্যক ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও প্রান্তিক শিল্পীদের উপকৃত হওয়ার সুযোগ রয়েছে।

এসব প্রণোদনা প্যাকেজ ছাড়াও ইতোমধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভিন্ন তহবিল হতে ক্ষতিগ্রস্ত সাংস্কৃতিক সংঘ, প্রতিষ্ঠান এবং শিল্পীদের উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং ২ কোটি ৯০ লাখ টাকা (৩.৪৮ লাখ মার্কিন ডলার) ব্যয়ে বই ক্রয় করা হয়েছে, যা সংস্কৃতি খাতকে জোরদারকরণ ও পুনর্জাগরণে সহায়তা করবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, সংস্কৃতি খাতকে টিকিয়ে রাখতে আমরা বিভিন্ন সাহিত্য ও শৈল্পিক সৃজনশীলতা ভিত্তিক কিছু প্রকল্প নেয়ার চিন্তাভাবনা করছি। কিন্তু এর জন্য প্রয়োজন আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা। ইউনেস্কো ও আইসেস্কো এক্ষেত্রে সামনে এগিয়ে এসে প্রয়োজনীয় সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারে। আমাদের প্রচেষ্টাকে একীভূতকরণের জন্য আমাদের উচিত আন্তঃরাষ্ট্রীয় সংলাপের সূচনা করা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সংকট মোকাবিলা করার মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ও সৃজনশীল খাতকে পুনরুদ্ধারের এখনই উপযুক্ত সময়।

-এ

The post করোনার প্রভাব নিয়ে ৫৪ দেশের সংস্কৃতি মন্ত্রীদের ভার্চুয়াল কনফারেন্স appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YLJ5FN

No comments:

Post a Comment