ফাতেহ ডেস্ক:
গণস্বাস্থ্যের ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট কিট’ করোনা আক্রান্তদের শনাক্তে কার্যকর নয় বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মূল্যায়ন কমিটি।
আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তি বলেন, এই কিট করোনা আক্রান্ত শনাক্তে কার্যকর না হলেও অ্যান্টিবডি শনাক্তে এটি ৭০ শতাংশ পর্যন্ত কার্যকর।
বিএসএমএমইউর পক্ষ থেকে জানানো হয়, এই কিট উপসর্গ নিয়ে আসা রোগীদের শনাক্তে কার্যকর নয়। উপসর্গের প্রথম দুই সপ্তাহে এই কিট ব্যবহার করে শুধুমাত্র ১১ থেকে ৪০ ভাগ আক্রান্তকে শনাক্ত করা সম্ভব।
তবে পরিস্থিতি মোকাবেলায় এই কিট সহায়তা করবে বলে জানান অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। সুপারিশে বলা হয়েছে, তবে যেসব স্থানে আরটি পিসিআর ল্যাব পদ্ধতি চালু নেই বা যাদের করোনা উপসর্গ থাকার পরও আরটি পিসিআরে নেগেটিভ এসেছে তাদের ক্ষেত্রে কিছুটা সহায়ক হতে পারে।
এই কিট রোগের বিস্তার বোঝার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। এবং আক্রান্তের পর সেরে ওঠা ৭০ ভাগ মানুষের দেহে এই কিট অ্যান্টিবডি শনাক্ত করে বলে প্লাজমা বিতরণ, কোয়ারেন্টিনের সমাপ্তির সময় নির্ধারণ এবং লকডাউন তুলে নেয়ার রূপরেখা তৈরিতে এটি সহায়তা করতে পারে সুপারিশে জানায় বিএসএমএমইউ।
এর আগে সকালে গণস্বাস্থ্যের কিট করোনা আক্রান্ত শনাক্তে কার্যকর কি না, তার প্রতিবেদন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জমা দেয় কিট কার্যকারিতা মূল্যায়ন কমিটি।
-এ
The post গণস্বাস্থ্যের কিট আক্রান্ত শনাক্তে ব্যর্থ, অ্যান্টিবডিতে ৭০ ভাগ কার্যকর appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2UPWfAD
No comments:
Post a Comment