Tuesday, June 2, 2020

দেশে করোনায় আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ৭০০ ছাড়াল

ফাতেহ ডেস্ক: দেশে চব্বিশ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ৯১১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্ত ৫০ হাজার ছাড়িয়েছে। নতুন ৩৭ জনের মৃত্যু নিয়ে আক্রান্তদের মধ্যে মোট মৃত্যু ৭০০ ছাড়িয়ে গেছে।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় ঘটে প্রথম মৃত্যু।

কভিড-১৯ নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৪৪৫ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭০৯ জনের। নতুন ৫২৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ১২০ জন।

আক্রান্ত-মৃত্যুর অধিকাংশই ঢাকা বিভাগের। এরপরই রয়েছে চট্টগ্রাম বিভাগ। আর মৃতদের বেশির ভাগই পুরুষ।

দেশে কভিড-১৯ শনাক্তের হার ২২.৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১ শতাংশ।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে করোনাভাইরাস বিশ্বজুড়ে মহামারি রূপ নিতে খুব বেশি সময় লাগেনি। এখন পর্যন্ত পাওয়া যায়নি কোনো ওষুধও।

বিশ্বজুড়ে এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাস কেড়ে নিয়েছেন ৩ লাখ ৭৫ হাজার প্রাণ। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৮০ হাজার।

The post দেশে করোনায় আক্রান্ত ৫০ হাজার, মৃত্যু ৭০০ ছাড়াল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2ZXe2Jq

No comments:

Post a Comment