Monday, June 1, 2020

করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

ফাতেহ ডেস্ক

সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে শ্যামলী স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল সোমবার (১ জুন) বিকেল নমুনা পরীক্ষায় মোহাম্মদ নাসিমের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন।

জয় বলেন, আমরা একটু আগে ফল জানতে পেরেছি। চার দিন আগে আব্বার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তবে শারীরিক দুর্বলতা থাকায় আমরা আজকে তাকে স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করিয়েছি। নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। আব্বার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

ডা. মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন মোহাম্মদ নাসিম। তবে এর মধ্যে শ্বাসকষ্ট হওয়ায় তাকে সিএমএইচে নেওয়া হবে। তার শারীরিক অবস্থার কথা প্রধানমন্ত্রীকে জানানোর পর প্রধানমন্ত্রী তাকে রাতের মধ্যেই সিএমএইচে নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান বিপ্লব বড়ুয়া।

The post করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eHkE2Q

No comments:

Post a Comment