ফাতেহ ডেস্ক
জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরানোর পর সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে ৬ মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা করা হবে। বাইরে লোকজনের চলাচল বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিলো সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- করোনা থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলা এখন নাগরিক দায়িত্ব।
ঈদের পর সরকার সাধারণ ছুটি আর না বাড়ানোয় সাধারণ ছন্দে ফেরে দেশ। কাজে যোগ দেয়ায় বাইরে লোকজনের চলাচলও বেড়েছে। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে বাইরে বের হয়েছে মানুষ।
স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও, অনেককে দেখা গেছে মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কম থাকায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
তবে সংক্রমণ থেকে বাঁচতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন বিশেষজ্ঞরা।
এ অবস্থায়, স্বাস্থ্যবিধি মানতে নতুন করে কিছু কড়াকড়ি আরোপ করেছে সরকার। বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সবকিছু খুলে দেয়ায় সংক্রমণ ঝুকি বেড়ে গেছে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কঠোর মনিটরিং দরকার।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
-এ
The post বাইরে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/2Xn28qE
No comments:
Post a Comment