ফাতেহ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নতুন করে পুলিশের ২২১ জন সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত পুলিশের মোট ৭ হাজার ১৯১ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত বৃহস্পতিবার সংখ্যা ছিল ৬৯৭০। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।
পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, এ পর্যন্ত পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ২৩ সদস্য করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ২১ জন পুলিশ কর্মকর্তা বাকি ২জন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন।
আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৯১৯ জন সদস্য রয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় শুক্রবার পর্যন্ত পুলিশের ৩ হাজার ৫০০ জন সদস্য করোনাজয় করে সুস্থ হয়েছেন। পুলিশের ৩১১২ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৯৩৬১ জন পুলিশ কর্মকর্তা।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা দেশ রূপান্তরকে বলেন, মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি তাদেরকে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি সম্পর্কে জানানো হচ্ছে। সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সাথে আক্রান্ত পুলিশদের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সব পুলিশ হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ উন্নত চিকিৎসা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে।
-এ
The post পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় শনাক্ত ২২১ appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3e21uEW
No comments:
Post a Comment